বিভাগ-কবিতা
শিরোনাম-তুমিও বলবে
কলমে-ইনামূল ভূঁইয়া
তারিখ-১৬/০১/২০১৯
তুমি কি দ্যাখনি নন্দীগ্রাম হয়ে ছিল মানব হত্যা?
করতালি দিয়ে স্বাগত জানাচ্ছো সাজছো ডাগর কত্তা,
নাকি তুমি ভূলেই গেলে ঘটেছে যা কিছু পুলওয়ামায়?
তুমিও বলবে বিশ্বাস করো এই সব ন্যাতা দরকার নায়।
এরা শুধু সন্দেহ করে বলে ওমুক কাগজ দেখাও
আমরা নাকি ভারতীয় না অমিত দিলিপ করে মেয়াউ মেয়াউ,
অনেক কার্ড হয়েছে তৈরি পদ্মের আগমনে
কয়েন নোট সব বাতিল ভাই গিয়েছে বৃন্দাবনে।
তুমিও বলবে পুরোনো সোনা বলত বৃদ্ধ জনে
চিৎকারে সব খুলবে তালা বলবে ছেড়েদে জীবনে,
তুমিও বলবে চুপ কর তোরা অভিনয় করিস না
পাশের বাসায় রয়েল বেঙ্গল ধুর!ভয় তো করিস না।
তুমিও বলবে বিশ্বাস করো আমিই সবার সেরা
মানিনা কোনো মন্ত্রী নেতা যারা কিনা ঘর ছাড়া,
আচ্ছা দাদা আপনি তো বিএ পাস, তবে নেই কেন কাজ
আসলে এগুলো সবই বুঝলেন নেতাদের ভাঁজ।
প্রতিবাদ করবেন উম হুম একদম নয়
গভীর রাতে ঘুম ভাঙিয়ে দেখাবে টোটার ভয়!
হারাবে হয়তো জীবন খানি কিছু মেহনতি টাকা
নেতাদের রাস্তায় কাঁটা হলে কেটে করে দেবে ফাঁকা।
আরে মশাই হুমকি কেন?জানি আপনার লেগেছে ভয়!
তা বলে কি ভয়ের বশে ভারতটাকে করবে লয়??
যতই ফুটুক কাঁটা পদ্ম এই ভারতের অলিতে গলিতে
তুমিও বলবে চুপ থাকবেনা স্বপ্নে হলেও মারবে।
তুমিও বলবে ওঁরাই ভালো ছিলো যে সে কালে
হাত দেয়নি জানো সকলে গরিব বা ধনীর মালে,
নারীও ছাড়েনা এরা দেখুন বড়ো করে ছাপায় প্যাপারে
তুমিও বলবে কি ভুল করলাম ভোট দিয়ে এই শালারে।
জয়হিন্দ 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💙💙
একদম ঠিক বলেছেন
ReplyDeleteDarun
ReplyDeleteYou are right
ReplyDeleteI'm very proud to you bhai
ReplyDeletegood poem
ReplyDelete