Skip to main content

জ্বলছে রাজধানী

কবিতা- জ্বলছে রাজধানী
কথা ও কলমে--ইনামূল ভূঁইয়া
🙏🌹💙🌷🤔😘🇮🇳🇮🇳🇮🇳😘🤔🌷💙🌹🙏
দেশ জুড়ে আজি জ্বলিছে আগুন
                               উঠিছে রক্ত ঢেউ,
তিন দিন পর শান্তি চেয়ে
                                 মদী দেয় আজব ঘেউ!
প্রশাসন আজি সাজিছে মোয়া
                                  রূখিতে অক্ষম সন্ত্রাস,
ট্রাম আসিতেই নামিলো দ্যাখো
                                  ঘটিলো আঠাশ সর্বনাশ!
রাতারাতি বদলি হাইকোর্ট বিচারপতি
                                   সৎ ছিলেন এস. মুরলিধর,
রামনাথ কবিন্দ নমিয়াঃ তোমায়
                                   বলিব তুমিই চোর।
তেরাঙার উপর পত্ পত্ ওড়ে
                                  আর.এস.এস. নগ্ন ধ্বজা,
দাঁত কেলিয়ে আতীথেয়তায় মোদী-শাহ
                                  নিচ্ছে ট্রাম স্বস্ত্রীক মজা।
জুলিছে ভারত জ্বলিতছে অগ্নি
                                   দিল্লীর অলি-গলিতে,
কুত্তার মতো জয় শ্রীরাম বলিয়া--
                                    মসজিদ ভাঙ্গে আঘাতে।
কাঁদিয়া কাঁদিয়া দরিদ্র অশ্রু
                                     শুকিয়া গিয়াছে আঁখি,
আর কত তোরা ছড়ায়বি সন্ত্রাস?
                                      আর কত দিবি ফাঁকি?
মসজিদ ভাঙিয়া মন্দির গড়ি
                                       ছিঃ!আমরা ভারতবাসী,
নীরব প্রশাসন হাসিয়া ফাঁটে
                                      মোরা অন্ধের দেশবাসী।
গুঁড়ো লঙ্কা আঁখিতে বাঁধিয়া
                                     আইন হইয়াছে অন্ধ,
বিজেপি সদায় ভাঙিতে ব্যস্ত
                                      মিলাতে দেবে না ছন্দ।
একাজ যারা করিতে থাকে
                                      হয় না তাদের ধর্ম,
বিভেদ করিয়ো না হিন্দু মুসলিম
                                    জনতা পরাইবে মৃত্যুর বর্ম।
দিয়াছে ডাক হিন্দু ভাইরা
                                 আজি মুসলিম ভাইদের,
এসো সবে এসো,তোমারি মহল্লা
                      দেখি কার ক্ষমতা আছে তাড়ায় আমাদের।
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

Comments

Popular posts from this blog

পুরূষের আয়ু বাড়ানো সম্ভব: গবেষণা

পুরূষের আয়ু বাড়ানো সম্ভব: গবেষণা মানুষের আয়ু বাড়াতে বিজ্ঞান অনেক অনেক পদ্ধতি ও ওষুধের আবিষ্কার করেছেন কিন্তু কোনো ফল হয়নি এমন টা মোটেও নয় তা না , কিন্তু আজ যে পদ্ধতি নিয়ে আলোচনা করব তা শুনলে চোখ কপালে উঠবেই উঠবে। মানুষের আয়ু বাড়বে কিভাবে? পুরূষের আয়ু বাড়ানো কি সম্ভব? হ্যাঁ বন্ধুরা পুরুষের আয়ু বাড়ানো সম্ভব। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে পুরুষ মানুষের আয়ু ৬৬.৪ এবং মহিলাদের আয়ু ৬৯.৬ অনেক বেশি কিন্তু কেন এমনটা হয়?  আমরা জানি পুরূষ মানুষ বাড়িতে বসে থাকে না,তারা কাজের সুবাদে প্রায় সময়ই বাড়ির বাইরে থাকে ও অনেক পরিশ্রম করে ।ফলে কোনো রোগাক্রান্ত হলে রোগমুক্ত হতে একটু সময় বেশিই লাগে , খেয়াল করে দেখবেন। অর্থাৎ পুরূষের অনাক্রমতা কম । কিন্তু কেন? কারণ মেয়েদের সেক্স ক্রোমোজোম দুটি এক প্রকৃতির সেটা হল X আর ছেলেদের একটি X ও একটি Y ।তাই একই প্রকৃতির হলে শরীরের অনাক্রমতা বৃদ্ধি পায়। আয়ু বাড়বে কিভাবে?HOW IS IT POSSIBLE? গবেষণায় বলা হয়েছে যে---- ১) মেয়েদের স্তনের দিকে দিনে ১০ মিনিট তাকিয়ে থাকলে , আপনার আয়ু ৫বছর পর্যন্ত বাড়ানো সম্ভব। ২) ...

Kobita jokhon rajnitir

বিভাগ-কবিতা শিরোনাম-তুমিও বলবে কলমে-ইনামূল ভূঁইয়া তারিখ-১৬/০১/২০১৯ তুমি কি দ্যাখনি নন্দীগ্রাম হয়ে ছিল মানব হত্যা? করতালি দিয়ে স্বাগত জানাচ্ছো সাজছো ডাগর কত্তা, নাকি তুমি ভূলেই গেলে ঘটেছে যা কিছু পুলওয়ামায়? তুমিও বলবে বিশ্বাস করো এই সব ন্যাতা দরকার নায়। এরা শুধু সন্দেহ করে বলে ওমুক কাগজ দেখাও আমরা নাকি ভারতীয় না অমিত দিলিপ করে মেয়াউ মেয়াউ, অনেক কার্ড হয়েছে তৈরি পদ্মের আগমনে কয়েন নোট সব বাতিল ভাই গিয়েছে বৃন্দাবনে। তুমিও বলবে পুরোনো সোনা বলত বৃদ্ধ জনে চিৎকারে সব খুলবে তালা বলবে ছেড়েদে জীবনে, তুমিও বলবে চুপ কর তোরা অভিনয় করিস না পাশের বাসায় রয়েল বেঙ্গল ধুর!ভয় তো করিস না। তুমিও বলবে বিশ্বাস করো আমিই সবার সেরা মানিনা কোনো মন্ত্রী নেতা যারা কিনা ঘর ছাড়া, আচ্ছা দাদা আপনি তো বিএ পাস, তবে নেই কেন কাজ আসলে এগুলো সবই বুঝলেন নেতাদের ভাঁজ। প্রতিবাদ করবেন উম হুম একদম নয় গভীর রাতে ঘুম ভাঙিয়ে দেখাবে টোটার ভয়! হারাবে হয়তো জীবন খানি কিছু মেহনতি টাকা নেতাদের রাস্তায় কাঁটা হলে কেটে করে দেবে ফাঁকা। আরে মশাই হুমকি কেন?জানি আপনার লেগেছে ভয়! তা বলে কি ভ...