কবিতা- জ্বলছে রাজধানী
কথা ও কলমে--ইনামূল ভূঁইয়া
🙏🌹💙🌷🤔😘🇮🇳🇮🇳🇮🇳😘🤔🌷💙🌹🙏
দেশ জুড়ে আজি জ্বলিছে আগুন
উঠিছে রক্ত ঢেউ,
তিন দিন পর শান্তি চেয়ে
মদী দেয় আজব ঘেউ!
প্রশাসন আজি সাজিছে মোয়া
রূখিতে অক্ষম সন্ত্রাস,
ট্রাম আসিতেই নামিলো দ্যাখো
ঘটিলো আঠাশ সর্বনাশ!
রাতারাতি বদলি হাইকোর্ট বিচারপতি
সৎ ছিলেন এস. মুরলিধর,
রামনাথ কবিন্দ নমিয়াঃ তোমায়
বলিব তুমিই চোর।
তেরাঙার উপর পত্ পত্ ওড়ে
আর.এস.এস. নগ্ন ধ্বজা,
দাঁত কেলিয়ে আতীথেয়তায় মোদী-শাহ
নিচ্ছে ট্রাম স্বস্ত্রীক মজা।
জুলিছে ভারত জ্বলিতছে অগ্নি
দিল্লীর অলি-গলিতে,
কুত্তার মতো জয় শ্রীরাম বলিয়া--
মসজিদ ভাঙ্গে আঘাতে।
কাঁদিয়া কাঁদিয়া দরিদ্র অশ্রু
শুকিয়া গিয়াছে আঁখি,
আর কত তোরা ছড়ায়বি সন্ত্রাস?
আর কত দিবি ফাঁকি?
মসজিদ ভাঙিয়া মন্দির গড়ি
ছিঃ!আমরা ভারতবাসী,
নীরব প্রশাসন হাসিয়া ফাঁটে
মোরা অন্ধের দেশবাসী।
গুঁড়ো লঙ্কা আঁখিতে বাঁধিয়া
আইন হইয়াছে অন্ধ,
বিজেপি সদায় ভাঙিতে ব্যস্ত
মিলাতে দেবে না ছন্দ।
একাজ যারা করিতে থাকে
হয় না তাদের ধর্ম,
বিভেদ করিয়ো না হিন্দু মুসলিম
জনতা পরাইবে মৃত্যুর বর্ম।
দিয়াছে ডাক হিন্দু ভাইরা
আজি মুসলিম ভাইদের,
এসো সবে এসো,তোমারি মহল্লা
দেখি কার ক্ষমতা আছে তাড়ায় আমাদের।
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Comments
Post a Comment