পুরূষের আয়ু বাড়ানো সম্ভব: গবেষণা
মানুষের আয়ু বাড়াতে বিজ্ঞান অনেক অনেক পদ্ধতি ও ওষুধের আবিষ্কার করেছেন কিন্তু কোনো ফল হয়নি এমন টা মোটেও নয় তা না , কিন্তু আজ যে পদ্ধতি নিয়ে আলোচনা করব তা শুনলে চোখ কপালে উঠবেই উঠবে।
মানুষের আয়ু বাড়বে কিভাবে? পুরূষের আয়ু বাড়ানো কি সম্ভব? হ্যাঁ বন্ধুরা পুরুষের আয়ু বাড়ানো সম্ভব। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে পুরুষ মানুষের আয়ু ৬৬.৪ এবং মহিলাদের আয়ু ৬৯.৬ অনেক বেশি কিন্তু কেন এমনটা হয়?
আমরা জানি পুরূষ মানুষ বাড়িতে বসে থাকে না,তারা কাজের সুবাদে প্রায় সময়ই বাড়ির বাইরে থাকে ও অনেক পরিশ্রম করে ।ফলে কোনো রোগাক্রান্ত হলে রোগমুক্ত হতে একটু সময় বেশিই লাগে , খেয়াল করে দেখবেন। অর্থাৎ পুরূষের অনাক্রমতা কম। কিন্তু কেন?
কারণ মেয়েদের সেক্স ক্রোমোজোম দুটি এক প্রকৃতির সেটা হল X আর ছেলেদের একটি X ও একটি Y ।তাই একই প্রকৃতির হলে শরীরের অনাক্রমতা বৃদ্ধি পায়।
আয়ু বাড়বে কিভাবে?HOW IS IT POSSIBLE?
গবেষণায় বলা হয়েছে যে----
১) মেয়েদের স্তনের দিকে দিনে ১০ মিনিট তাকিয়ে থাকলে , আপনার আয়ু ৫বছর পর্যন্ত বাড়ানো সম্ভব।
২) নিজের নিকট মেয়েকে বেঁধে রাখুন, আয়ু বাড়বে।
ভাবছেন এগুলো সব ভুল কথা, কিন্তু বন্ধু না এর মধ্যে লজিক্যাল দিক আছে। মনোবিজ্ঞান বলছে আপনার মন যদি খুশি থাকে আপনার আপনার আয়ু ৫০% পর্যন্ত বাড়ানো সম্ভব।
মন খুশি থাকবে কিভাবে? সেক্স একটা বিরাট অনুভূতি যা আপনাকে আমাকে খুব খুশি করে দেয়।
সেক্স একটি ব্যায়াম যা করলে হয়তো আপনি সবচেয়ে বেশি খুশি থাকবেন।
মেয়েদের স্তনের দিকে দৃষ্টি পাত করলে আপনার সেক্স উত্তেজনা অনুভব হবে ফলে মন খুশি থাকবে আর আপনার আয়ু বাড়তে থাকবে।
বলেছিলাম যে মেয়েকে আপনার নিকট বেঁধে রাখুন, কিন্তু বললেই তো আর হয়না, মেয়েদের ধরে রাখা যায় না গৃহ বধু বেশে নিয়ে আসুন বাড়িতে।
গবেষণায় এটাও বলা হয়েছে যে---- ২৫ বছর পরে যারা অর্থাৎ পুরূষেরা বিবাহ করে বেশিদিন বেঁচে থাকতে পারে ।তাই বিবাহিত দম্পতিরা সঠিক সময়ে বিয়ে করলে বাঁচে বেশি দিন।
♨️♨️♨️অ্যামেরিকার 🤔গবেষণা ♨️♨️ ♨️
১২৭০০০ হাজার মানুষের উপর পরীক্ষা করে দেখা গেছে যে যারা ২৫ বছর পর বিবাহ করেছেন তারা অন্যদের তুলনায় বেশি দিন বাঁচে।
সেক্স মানুষ কে মানসিক প্রশান্তি দান করে।এর ফলে SERO --TONIN HORMONE ক্ষরন হয় , এর ফলে মন ভালো থাকবে।
© INAMULEducare
good carry on
ReplyDeletegood carry on
ReplyDelete