Skip to main content

পুরূষের আয়ু বাড়ানো সম্ভব: গবেষণা

পুরূষের আয়ু বাড়ানো সম্ভব: গবেষণা
মানুষের আয়ু বাড়াতে বিজ্ঞান অনেক অনেক পদ্ধতি ও ওষুধের আবিষ্কার করেছেন কিন্তু কোনো ফল হয়নি এমন টা মোটেও নয় তা না , কিন্তু আজ যে পদ্ধতি নিয়ে আলোচনা করব তা শুনলে চোখ কপালে উঠবেই উঠবে।
মানুষের আয়ু বাড়বে কিভাবে? পুরূষের আয়ু বাড়ানো কি সম্ভব? হ্যাঁ বন্ধুরা পুরুষের আয়ু বাড়ানো সম্ভব। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে পুরুষ মানুষের আয়ু ৬৬.৪ এবং মহিলাদের আয়ু ৬৯.৬ অনেক বেশি কিন্তু কেন এমনটা হয়? 
আমরা জানি পুরূষ মানুষ বাড়িতে বসে থাকে না,তারা কাজের সুবাদে প্রায় সময়ই বাড়ির বাইরে থাকে ও অনেক পরিশ্রম করে ।ফলে কোনো রোগাক্রান্ত হলে রোগমুক্ত হতে একটু সময় বেশিই লাগে , খেয়াল করে দেখবেন। অর্থাৎ পুরূষের অনাক্রমতা কম। কিন্তু কেন?
কারণ মেয়েদের সেক্স ক্রোমোজোম দুটি এক প্রকৃতির সেটা হল X আর ছেলেদের একটি X ও একটি Y ।তাই একই প্রকৃতির হলে শরীরের অনাক্রমতা বৃদ্ধি পায়।
আয়ু বাড়বে কিভাবে?HOW IS IT POSSIBLE?
গবেষণায় বলা হয়েছে যে----

১) মেয়েদের স্তনের দিকে দিনে ১০ মিনিট তাকিয়ে থাকলে , আপনার আয়ু ৫বছর পর্যন্ত বাড়ানো সম্ভব।
২) নিজের নিকট মেয়েকে বেঁধে রাখুন, আয়ু বাড়বে।
ভাবছেন এগুলো সব ভুল কথা, কিন্তু বন্ধু না এর মধ্যে লজিক্যাল দিক আছে। মনোবিজ্ঞান বলছে আপনার মন যদি খুশি থাকে আপনার আপনার আয়ু ৫০% পর্যন্ত বাড়ানো সম্ভব।
মন খুশি থাকবে কিভাবে? সেক্স একটা বিরাট অনুভূতি যা আপনাকে আমাকে খুব খুশি করে দেয়। 
সেক্স একটি ব্যায়াম যা করলে হয়তো আপনি সবচেয়ে বেশি খুশি থাকবেন।
মেয়েদের স্তনের দিকে দৃষ্টি পাত করলে আপনার সেক্স উত্তেজনা অনুভব হবে ফলে মন খুশি থাকবে আর আপনার আয়ু বাড়তে থাকবে।
বলেছিলাম যে মেয়েকে আপনার নিকট বেঁধে রাখুন, কিন্তু বললেই তো আর হয়না, মেয়েদের ধরে রাখা যায় না গৃহ বধু বেশে নিয়ে আসুন বাড়িতে।
গবেষণায় এটাও বলা হয়েছে যে---- ২৫ বছর পরে যারা অর্থাৎ পুরূষেরা বিবাহ করে বেশিদিন বেঁচে থাকতে পারে ।তাই বিবাহিত দম্পতিরা সঠিক সময়ে বিয়ে করলে বাঁচে বেশি দিন।
♨️♨️♨️অ্যামেরিকার 🤔গবেষণা ♨️♨️ ♨️
১২৭০০০ হাজার মানুষের উপর পরীক্ষা করে দেখা গেছে যে যারা ২৫ বছর পর বিবাহ করেছেন তারা অন্যদের তুলনায় বেশি দিন বাঁচে।
সেক্স মানুষ কে মানসিক প্রশান্তি  দান করে।এর ফলে SERO --TONIN HORMONE ক্ষরন হয় , এর ফলে মন ভালো থাকবে।
ভালো থাকুুন ।
© INAMULEducare

Comments

Post a Comment

Popular posts from this blog

জ্বলছে রাজধানী

কবিতা- জ্বলছে রাজধানী কথা ও কলমে-- ইনামূল ভূঁইয়া 🙏🌹💙🌷🤔😘🇮🇳🇮🇳🇮🇳😘🤔🌷💙🌹🙏 দেশ জুড়ে আজি জ্বলিছে আগুন                                উঠিছে রক্ত ঢেউ, তিন দিন পর শান্তি চেয়ে                                  মদী দেয় আজব ঘেউ! প্রশাসন আজি সাজিছে মোয়া                                   রূখিতে অক্ষম সন্ত্রাস, ট্রাম আসিতেই নামিলো দ্যাখো                                   ঘটিলো আঠাশ সর্বনাশ! রাতারাতি বদলি হাইকোর্ট বিচারপতি                                    সৎ ছিলেন এস. মুরলিধর, রামনাথ কবিন্দ নমিয়াঃ তোমায়             ...

Kobita jokhon rajnitir

বিভাগ-কবিতা শিরোনাম-তুমিও বলবে কলমে-ইনামূল ভূঁইয়া তারিখ-১৬/০১/২০১৯ তুমি কি দ্যাখনি নন্দীগ্রাম হয়ে ছিল মানব হত্যা? করতালি দিয়ে স্বাগত জানাচ্ছো সাজছো ডাগর কত্তা, নাকি তুমি ভূলেই গেলে ঘটেছে যা কিছু পুলওয়ামায়? তুমিও বলবে বিশ্বাস করো এই সব ন্যাতা দরকার নায়। এরা শুধু সন্দেহ করে বলে ওমুক কাগজ দেখাও আমরা নাকি ভারতীয় না অমিত দিলিপ করে মেয়াউ মেয়াউ, অনেক কার্ড হয়েছে তৈরি পদ্মের আগমনে কয়েন নোট সব বাতিল ভাই গিয়েছে বৃন্দাবনে। তুমিও বলবে পুরোনো সোনা বলত বৃদ্ধ জনে চিৎকারে সব খুলবে তালা বলবে ছেড়েদে জীবনে, তুমিও বলবে চুপ কর তোরা অভিনয় করিস না পাশের বাসায় রয়েল বেঙ্গল ধুর!ভয় তো করিস না। তুমিও বলবে বিশ্বাস করো আমিই সবার সেরা মানিনা কোনো মন্ত্রী নেতা যারা কিনা ঘর ছাড়া, আচ্ছা দাদা আপনি তো বিএ পাস, তবে নেই কেন কাজ আসলে এগুলো সবই বুঝলেন নেতাদের ভাঁজ। প্রতিবাদ করবেন উম হুম একদম নয় গভীর রাতে ঘুম ভাঙিয়ে দেখাবে টোটার ভয়! হারাবে হয়তো জীবন খানি কিছু মেহনতি টাকা নেতাদের রাস্তায় কাঁটা হলে কেটে করে দেবে ফাঁকা। আরে মশাই হুমকি কেন?জানি আপনার লেগেছে ভয়! তা বলে কি ভ...