Skip to main content

Posts

এনআরসি + সিএএ = নাগরিকত্ব হলে আপনি কোথায় দাঁড়িয়ে?

আপনার জন্য এনআরসি-র তাৎপর্য কী? সেটা নির্ভর করছে আপনি আসামের বাসিন্দা কিনা, তার ওপর। তার কারণ আসামে ইতিমধ্যে নাগরিকপঞ্জিকরণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে, যার সূচনা হয় ১৯৫১ সালে, এবং যা সম্পূর্ণ হয় ২০১৯-এ। আসামই একমাত্র রাজ্য, যেখানে নাগরিকপঞ্জি গঠিত হয়েছে। বলা বাহুল্য, প্রস্তাবিত দেশজোড়া এনআরসি-র কোনও আইনসিদ্ধ দৃষ্টান্ত এখনও নেই। গত ৯ ডিসেম্বর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, দেশজোড়া এনআরসি প্রক্রিয়া চালু করার তোড়জোড় চলছে, তবে তিনি নতুন নাগরিকত্ব আইনের সঙ্গে এনআরসি-র তফাৎ করে দেন এই বলে যে, এনআরসি-র ক্ষেত্রে কোনোরকম ধর্মীয় বিধিনিষেধ থাকবে না। দেশজোড়া এনআরসি চালু করতে সরকার কোনও নতুন আইন আনবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) একটি ‘FAQ’ বা ‘সচরাচর জিজ্ঞাস্য প্রশ্নের’ তালিকা প্রকাশ করে, যাতে বলা হয়েছে “এটা মনে রাখা জরুরি যে রাষ্ট্রীয় স্তরে এনআরসি শুরু করার কোনও ঘোষণা হয়নি”। উল্লেখ্য, শাহ বরাবরই বলে আসছেন যে এনআরসি প্রক্রিয়া ভারতীয় নাগরিক এবং অবৈধ অভিবাসীদের মধ্যে ফারাক করে দেবে।বিক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করায় এনআরসি নিয়ে সুর নরম করতে আরম্ভ করে সরকা...
Recent posts

পুরূষের আয়ু বাড়ানো সম্ভব: গবেষণা

পুরূষের আয়ু বাড়ানো সম্ভব: গবেষণা মানুষের আয়ু বাড়াতে বিজ্ঞান অনেক অনেক পদ্ধতি ও ওষুধের আবিষ্কার করেছেন কিন্তু কোনো ফল হয়নি এমন টা মোটেও নয় তা না , কিন্তু আজ যে পদ্ধতি নিয়ে আলোচনা করব তা শুনলে চোখ কপালে উঠবেই উঠবে। মানুষের আয়ু বাড়বে কিভাবে? পুরূষের আয়ু বাড়ানো কি সম্ভব? হ্যাঁ বন্ধুরা পুরুষের আয়ু বাড়ানো সম্ভব। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে পুরুষ মানুষের আয়ু ৬৬.৪ এবং মহিলাদের আয়ু ৬৯.৬ অনেক বেশি কিন্তু কেন এমনটা হয়?  আমরা জানি পুরূষ মানুষ বাড়িতে বসে থাকে না,তারা কাজের সুবাদে প্রায় সময়ই বাড়ির বাইরে থাকে ও অনেক পরিশ্রম করে ।ফলে কোনো রোগাক্রান্ত হলে রোগমুক্ত হতে একটু সময় বেশিই লাগে , খেয়াল করে দেখবেন। অর্থাৎ পুরূষের অনাক্রমতা কম । কিন্তু কেন? কারণ মেয়েদের সেক্স ক্রোমোজোম দুটি এক প্রকৃতির সেটা হল X আর ছেলেদের একটি X ও একটি Y ।তাই একই প্রকৃতির হলে শরীরের অনাক্রমতা বৃদ্ধি পায়। আয়ু বাড়বে কিভাবে?HOW IS IT POSSIBLE? গবেষণায় বলা হয়েছে যে---- ১) মেয়েদের স্তনের দিকে দিনে ১০ মিনিট তাকিয়ে থাকলে , আপনার আয়ু ৫বছর পর্যন্ত বাড়ানো সম্ভব। ২) ...

একুশ

শিরোনাম- একুশ কলমে- ইনামূল ভূঁইয়া তারিখ-২১/০২/২০২০ একুশ মানে রক্তে রঞ্জিত বাংলার নুতন আকাশ একুশ মানে রফিক , সালামের শেষ নিঃশ্বাস বাতাস। একুশ মানে মাতৃভাষার জন্য আন্দোলন একুশ মানে বাংলার বুকে নুতর উত্তরন। একুশ মানে শহীদ হওয়ার সেই নিষ্ঠুর প্রহর একুশ মানে বাঁধা দেওয়া মাতৃ বস্ত্র হরণ। একুশ মানে শোক দিবসের যেমন অবসান একুশ মানে জয়ের ধ্বজা উৎফুল্ল বাতায়ন। একুশ মানে গৌরবময় শিলচরে বাঙালি শহীদ একুশ মানে বাংলার বুকে বাজলো নৃত্য গীত। একুশ মানে উর্দু হটানো বাংলা স্থাপন করা একুশ মানে ছাত্রদলের পুলিশ গুলিতে মরা। একুশ মানে এই স্মৃতিটা অন্য রকম মসি একুশ মানে মুছবে না স্মৃতি যতই মোরা ঘসি।

জ্বলছে রাজধানী

কবিতা- জ্বলছে রাজধানী কথা ও কলমে-- ইনামূল ভূঁইয়া 🙏🌹💙🌷🤔😘🇮🇳🇮🇳🇮🇳😘🤔🌷💙🌹🙏 দেশ জুড়ে আজি জ্বলিছে আগুন                                উঠিছে রক্ত ঢেউ, তিন দিন পর শান্তি চেয়ে                                  মদী দেয় আজব ঘেউ! প্রশাসন আজি সাজিছে মোয়া                                   রূখিতে অক্ষম সন্ত্রাস, ট্রাম আসিতেই নামিলো দ্যাখো                                   ঘটিলো আঠাশ সর্বনাশ! রাতারাতি বদলি হাইকোর্ট বিচারপতি                                    সৎ ছিলেন এস. মুরলিধর, রামনাথ কবিন্দ নমিয়াঃ তোমায়             ...

Kobita jokhon rajnitir

বিভাগ-কবিতা শিরোনাম-তুমিও বলবে কলমে-ইনামূল ভূঁইয়া তারিখ-১৬/০১/২০১৯ তুমি কি দ্যাখনি নন্দীগ্রাম হয়ে ছিল মানব হত্যা? করতালি দিয়ে স্বাগত জানাচ্ছো সাজছো ডাগর কত্তা, নাকি তুমি ভূলেই গেলে ঘটেছে যা কিছু পুলওয়ামায়? তুমিও বলবে বিশ্বাস করো এই সব ন্যাতা দরকার নায়। এরা শুধু সন্দেহ করে বলে ওমুক কাগজ দেখাও আমরা নাকি ভারতীয় না অমিত দিলিপ করে মেয়াউ মেয়াউ, অনেক কার্ড হয়েছে তৈরি পদ্মের আগমনে কয়েন নোট সব বাতিল ভাই গিয়েছে বৃন্দাবনে। তুমিও বলবে পুরোনো সোনা বলত বৃদ্ধ জনে চিৎকারে সব খুলবে তালা বলবে ছেড়েদে জীবনে, তুমিও বলবে চুপ কর তোরা অভিনয় করিস না পাশের বাসায় রয়েল বেঙ্গল ধুর!ভয় তো করিস না। তুমিও বলবে বিশ্বাস করো আমিই সবার সেরা মানিনা কোনো মন্ত্রী নেতা যারা কিনা ঘর ছাড়া, আচ্ছা দাদা আপনি তো বিএ পাস, তবে নেই কেন কাজ আসলে এগুলো সবই বুঝলেন নেতাদের ভাঁজ। প্রতিবাদ করবেন উম হুম একদম নয় গভীর রাতে ঘুম ভাঙিয়ে দেখাবে টোটার ভয়! হারাবে হয়তো জীবন খানি কিছু মেহনতি টাকা নেতাদের রাস্তায় কাঁটা হলে কেটে করে দেবে ফাঁকা। আরে মশাই হুমকি কেন?জানি আপনার লেগেছে ভয়! তা বলে কি ভ...