Skip to main content

Posts

Showing posts from February, 2020

একুশ

শিরোনাম- একুশ কলমে- ইনামূল ভূঁইয়া তারিখ-২১/০২/২০২০ একুশ মানে রক্তে রঞ্জিত বাংলার নুতন আকাশ একুশ মানে রফিক , সালামের শেষ নিঃশ্বাস বাতাস। একুশ মানে মাতৃভাষার জন্য আন্দোলন একুশ মানে বাংলার বুকে নুতর উত্তরন। একুশ মানে শহীদ হওয়ার সেই নিষ্ঠুর প্রহর একুশ মানে বাঁধা দেওয়া মাতৃ বস্ত্র হরণ। একুশ মানে শোক দিবসের যেমন অবসান একুশ মানে জয়ের ধ্বজা উৎফুল্ল বাতায়ন। একুশ মানে গৌরবময় শিলচরে বাঙালি শহীদ একুশ মানে বাংলার বুকে বাজলো নৃত্য গীত। একুশ মানে উর্দু হটানো বাংলা স্থাপন করা একুশ মানে ছাত্রদলের পুলিশ গুলিতে মরা। একুশ মানে এই স্মৃতিটা অন্য রকম মসি একুশ মানে মুছবে না স্মৃতি যতই মোরা ঘসি।

জ্বলছে রাজধানী

কবিতা- জ্বলছে রাজধানী কথা ও কলমে-- ইনামূল ভূঁইয়া 🙏🌹💙🌷🤔😘🇮🇳🇮🇳🇮🇳😘🤔🌷💙🌹🙏 দেশ জুড়ে আজি জ্বলিছে আগুন                                উঠিছে রক্ত ঢেউ, তিন দিন পর শান্তি চেয়ে                                  মদী দেয় আজব ঘেউ! প্রশাসন আজি সাজিছে মোয়া                                   রূখিতে অক্ষম সন্ত্রাস, ট্রাম আসিতেই নামিলো দ্যাখো                                   ঘটিলো আঠাশ সর্বনাশ! রাতারাতি বদলি হাইকোর্ট বিচারপতি                                    সৎ ছিলেন এস. মুরলিধর, রামনাথ কবিন্দ নমিয়াঃ তোমায়             ...