বিভাগ-কবিতা শিরোনাম-তুমিও বলবে কলমে-ইনামূল ভূঁইয়া তারিখ-১৬/০১/২০১৯ তুমি কি দ্যাখনি নন্দীগ্রাম হয়ে ছিল মানব হত্যা? করতালি দিয়ে স্বাগত জানাচ্ছো সাজছো ডাগর কত্তা, নাকি তুমি ভূলেই গেলে ঘটেছে যা কিছু পুলওয়ামায়? তুমিও বলবে বিশ্বাস করো এই সব ন্যাতা দরকার নায়। এরা শুধু সন্দেহ করে বলে ওমুক কাগজ দেখাও আমরা নাকি ভারতীয় না অমিত দিলিপ করে মেয়াউ মেয়াউ, অনেক কার্ড হয়েছে তৈরি পদ্মের আগমনে কয়েন নোট সব বাতিল ভাই গিয়েছে বৃন্দাবনে। তুমিও বলবে পুরোনো সোনা বলত বৃদ্ধ জনে চিৎকারে সব খুলবে তালা বলবে ছেড়েদে জীবনে, তুমিও বলবে চুপ কর তোরা অভিনয় করিস না পাশের বাসায় রয়েল বেঙ্গল ধুর!ভয় তো করিস না। তুমিও বলবে বিশ্বাস করো আমিই সবার সেরা মানিনা কোনো মন্ত্রী নেতা যারা কিনা ঘর ছাড়া, আচ্ছা দাদা আপনি তো বিএ পাস, তবে নেই কেন কাজ আসলে এগুলো সবই বুঝলেন নেতাদের ভাঁজ। প্রতিবাদ করবেন উম হুম একদম নয় গভীর রাতে ঘুম ভাঙিয়ে দেখাবে টোটার ভয়! হারাবে হয়তো জীবন খানি কিছু মেহনতি টাকা নেতাদের রাস্তায় কাঁটা হলে কেটে করে দেবে ফাঁকা। আরে মশাই হুমকি কেন?জানি আপনার লেগেছে ভয়! তা বলে কি ভ...